কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে সবজির সাথে গাঁজা চাষের অভিযোগ পাওয়া গেছে। ১২/৩/২৩ইং রোববার দুপুরে যদুবয়রা ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত আইনুদ্দিন এর ছেলে সেলিমের বেগুন ক্ষেত থেকে গাঁজার গাছ উদ্ধার করেছে যদুবয়রা ক্যাম্পের পুলিশ।
থানা সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত সেলিম বেগুন ক্ষেতে গাঁজার গাছ রোপণ করে চাষ করে আসছিলো। পুলিশ ও স্থানীয়দের চোখ ফাঁকি দিতে সে সবজি ক্ষেতের চারপাশ নেট দিয়ে ঘিরে রাখতো এবং বেগুন গাছের সাথে সামঞ্জস্য রেখে গাঁজার গাছের মাথা ছেঁটে দিতো। রোববার গোপন সংবাদের ভিত্তিতে যদুবয়রা ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজার গাছ উদ্ধার করেন। এসময় গাঁজা চাষি সেলিমের বাড়িতে গিয়ে তাকে খুঁজে পাওয়া যায়নি বলে জানা যায়।
যদুবয়রা ক্যাম্প ইনচার্জ সাব ইন্সপেক্টর বিল্লাল জানান, পুলিশের চোক ফাঁকি দিতে বেগুন ক্ষেতের চারপাশ নেট দিয়ে ঘিরে বেগুনের সাথে গাঁজা চাষের অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। গাঁজা চাষি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।