1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুষ্টিয়ায় প্রায়বিলুপ্ত প্রজাতির ৪টি চন্দনা টিয়া উদ্ধার | Bastob Chitro24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় প্রায়বিলুপ্ত প্রজাতির ৪টি চন্দনা টিয়া উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩

কুষ্টিয়া জেলার পোড়াদহ এলাকা থেকে প্রায়বিলুপ্ত প্রজাতির ৪টি চন্দনা টিয়া উদ্ধার করেছেন ‘মানুষ মানুষের জন্য’ কুষ্টিয়া টিমের সদস্যরা। এর মধ্যে ১টি টিয়া অসুস্থ অবস্থায় মারা যায়, বাকি তিনটিকে চিকিৎসার জন্য নিজ হেফাজতে রেখেছেন সংগঠনটির কুষ্টিয়া শাখার সভাপতি শাহাবউদ্দিন মিলন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে পোড়াদহ এলাকায় অভিযান চালিয়ে মোট ৪টি বিলুপ্ত প্রজাতির চন্দনা টিয়া উদ্ধার করা হয়। এ সময় টিমের উপস্থিতিতে পাখি বিক্রেতারা পাখির ব্যাগ ফেলে পালিয়ে যান।

অভিযানে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি শাহাবউদ্দিন মিলন, সাংগঠনিক সম্পাদক নাব্বির আল নাফিজ, মীর কুশল, জয়নুল আবেদীন মুরাদ।

শাহাবউদ্দিন মিলন বলেন, ‘চন্দনা টিয়া মূলত সচরাচর চোখে পড়ে না, প্রায় বিলুপ্তির পথে। গোপনে জানতে পারি পাখি বিক্রির একটি দল কুষ্টিয়ায় প্রবেশ করছে। পরে আমরা ঘটনাস্থলে হাজির হই। আমাদের উপস্থিতি টের পেয়ে পাখি থাকা ব্যাগটি ফেলে পালিয়ে যান বিক্রেতারা। ব্যাগের মধ্যে অসুস্থ ও ক্ষুধার্ত চারটি বিলুপ্ত প্রজাতির চন্দনা টিয়া পাখির ছানা উদ্ধার করা হয়। ক্ষুধার তাড়নায় একটি ছানা মারা যায়, বাকি অসুস্থ তিন ছানাকে খাবার খাওয়ানোর পর সুস্থ করে তোলা হয়। সাপ্তাহিক ছুটি শেষে বন বিভাগে হস্তান্তর হবে এবং চিকিৎসা দিয়ে অবমুক্ত করা হবে।’
জেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তাপস কুমার বলেন, চন্দনা টিয়ার ছানা উদ্ধার করেছে মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সদস্যরা। সাপ্তাহিক ছুটি শেষে তারা বন বিভাগে টিয়াগুলো হস্তান্তর করবে। পরে ছানাগুলোর চিকিৎসা শেষে নিরাপদে অবমুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি