1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুষ্টিয়ায় কাঁচা টমেটোতে রাসায়নিক দ্রব্য মিশিয়ে পাকানোর দায়ে ৩০হাজার টাকা জরিমানা। | Bastob Chitro24
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন

কুষ্টিয়ায় কাঁচা টমেটোতে রাসায়নিক দ্রব্য মিশিয়ে পাকানোর দায়ে ৩০হাজার টাকা জরিমানা।

আমির সোহেল
  • আপডেট টাইম : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

মঙ্গলবার (০৬/১২/২০২২-ইং) বিকাল ৫ টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তেকালা গ্রামের বিল্লাল হোসেন নামের এক কৃষক রাসায়নিক পদার্থ কাঁচা টমেটোতে মিশিয়ে পাকানোর দায়ে ৩০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল জব্বার। ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪২ ধারায় এ জরিমানা করা হয়েছে।

বিল্লাল হোসেন তেকালা পশ্চিম পাড়ার কামরুল ইসলামের ছেলে। জানা গেছে, টমেটো পাকানো হচ্ছিল বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশিয়ে । মশার ওষুধের মতোই রাসায়নিক স্প্রে করা হচ্ছিল সবুজ টমেটোর গায়ে। পাকানো হয় গার্ডেন, রাইডার বিষাক্ত ক্যামিকেল দিয়ে তবে রঙিন এ রাসায়নিক পদার্থ ব্যবহার হচ্ছে টমেটোকে রঙিন করে তুলতে। তিন দিনের মতো সময় লাগে এ টমেটো পাকাতে। টমেটো লাল হয়ে যায়। এরপর সারা দেশের বাজারগুলোতেই পাওয়া যায় এ টমেটো। অতিরিক্ত দামে বিক্রির নেশায় রাসায়নিক পদার্থ টমেটোতে মেশানো হচ্ছে পাকানোর জন্যে। এখান থেকে দেশের বিভিন্ন বাজারে সবচেয়ে বেশি টমেটো যায়। স্বাভাবিকভাবে টমেটো পাকতে অনেক সময় লাগে। দিনে দুপুরে প্রকাশ্যেই চলছে এই অবৈধ প্রক্রিয়ায় টমেটো পাকানো।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার সামসুল আরেফিন সুলভ জানান, শীতকালীন এই সব্জি যেমন ফলের মতো খাওয়া যায়, তেমনি সব্জি হিসেবেও বিপুল জনপ্রিয়। এটি খেতে যেমন ভাল তেমন প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ ও আয়রন থাকায় শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় এবং এতে আপেলের সমপরিমাণ ভিটামিন পাওয়া যায়। তবে মানবদেহের অনুপযোগী এসব রাসায়নিক পদার্থ টমেটোতে মেশানো হচ্ছে পাকানোর জন্যে। যেসব রাসায়নিক দেহে প্রবেশ করলে দ্রততম সময়ের মধ্যে মানুষের হৃদরোগ, কিডনি ও লিভার সমস্যা হতে পারে।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল জব্বার জানান, দৌলতপুর উপজেলার তেকালা গ্রামে রাসায়নিক পদার্থ টমেটোতে মিশিয়ে পাকানোর হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমান আদলত পরিচালনা করে বিল্লাল হোসেন নামের এক কৃষককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ও জব্দকৃত প্রায় একশ মন টমেটো ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি