১৯৭১ সালের এই দিনে হানাদার বাহিনীর কবল থেকে কুষ্টিয়ার মুক্তিযোদ্ধারা- কুষ্টিয়াকে মুক্ত করেন এ উপলক্ষ্যে – ১১ডিসেম্বর রবিবার কুষ্টিয়া মুক্ত দিবসে- কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে বিজয় দিবসের আগেই – বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানী হানাদার বাহিনীর হাত থেকে কুষ্টিয়াকে মুক্ত করে।
কুষ্টিয়া মুক্ত দিবসে কুষ্টিয়ার জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে -কবিতা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। কুষ্টিয়া আবৃত্তি পরিষদ এর সভাপতি আলম আরা জুঁই এর সঞ্চালনায় শিল্পকলা একাডেমিতে পরিবেশিত হলো এস এম আব্দুর রহমানের রচনা ও গ্রন্থনায়- কুষ্টিয়া আবৃত্তি পরিষদের প্রযোজনায় এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মান্নার সার্বিক সহযোগিতায় ,আবৃত্তি পরিষদের শিল্পীদের অংশগ্রহণে বাংলাদেশ বেতার শিল্পী কোহিনুর খানম এর ব্যাক ভোকাল এ পরিবেশিত হলো- গীতিআলেখ্য- ‘আমি দাম দিয়ে কিনেছি বাংলা’।
আবৃত্তি পর্ব শেষে কুষ্টিয়া শিল্পকলা একাডেমীর শিল্পী বৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সঙ্গীতাঅনুষ্ঠান । কনক চৌধুরীর সঞ্চালনায় গান পরিবেশন করেন, বাংলাদেশ বেতার শিল্পী কোহিনুর খানম,জেলা শিল্পকলা একাডেমীর শিক্ষক টিপু সুলতান, শিল্পী আব্বাস খন্দকার, কনক চৌধুরী, এবং শিল্পকলার শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।