1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২২ পালিত। | Bastob Chitro24
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন

কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২২ পালিত।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে শোকর‌্যালি, শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সকাল সাড়ে নটায় কুষ্টিয়ার কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় শহিদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বেলা ১১ টায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। পরে আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী। বাংলা বিভাগের প্রধান ও ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির আহবায়ক এস এম হাসিবুর রশিদ তামিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আলী, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর নূর উদদীন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্য মো. মনিরুজ্জামান মুশতাক ও মো. জুলফিকার আলী।

এসময় বক্তব্য রাখেন ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগের প্রধান ইমদাদুল হক, প্রধান বাংলা বিভাগের প্রভাষক ও রোভার স্কাউটস এর সম্পাদক এম এ গাফফার মিঠু, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মো. জাহিদ হাসান। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন বাংলা বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস তমা ও মো. নিশান আলী, ব্যবসায় প্রশাস বিভাগের শিক্ষার্থী আরবী ইসলাম এবং সজীব আহমেদ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বাংলা বিভাগের শিক্ষার্থী ইমন হোসেন, গীতা থেকে পাঠ করেন বাংলা বিভাগের শিক্ষার্থী নূপুর রাণী ঘোষ। আলোচনাসভা শেষে শহিদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বাংলা বিভাগের প্রভাষক এম এ গাফফার মিঠু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের শিক্ষার্থী গুলশান আরা গৌধুলী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি