মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এর উদ্যোগে- শিক্ষা প্রতিষ্ঠান লিখন কার্যক্রম ও শিক্ষক-শিক্ষিকা তাদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে ৪ ফেব্রুয়ারি ২০২৩ ই়ং সকাল ৯টা থেকে দিনব্যাপী টোটাল ফিটনেস প্রোগ্রাম কার্যকারিতা দেখানো হয়েছে, কুষ্টিয়া জেলা স্কুল হল রুমে।
শিক্ষক শিক্ষিকাদের অনুশীলনের উদ্দেশ্যে ঢাকা থেকে এসেছেন ইয়োগা ইনষ্ট্রাকটর অজয় পাল। কুষ্টিয়ার পক্ষে অনশীলন দেন টোটাল ফিটনেস ক্লাবের লিডার জোবাইদা আক্তার চন্দন। বিভিন্ন রকম অনুশীলনের মাধ্যমে গঙ্গাসন ,পদ্মাসন, সুখী হওয়ার প্রক্রিয়া শুদ্ধাশন- এগুলো শিক্ষকদের অনুশীলন করান। অজয় পাল বলেন- সময়ের দাবি শুদ্ধাচার এগুলো শিক্ষকদের মাঝে অনুশীলন করানো হলো- এ কারণে যে তারা ছাত্র ছাত্রীদের মাঝে এর ধরনের জ্ঞান দান করে সমাজের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
বিভিন্ন রকম ইয়োগা শেখানো হয় এবং প্রজেক্ট এর মাধ্যমে বিভিন্ন অনুশীলন দেখানো হয়েছে।