1. rashidarita21@gmail.com : bastobchitro :
এক ঘণ্টার পুলিশ সুপার স্কুলছাত্রী ইশান | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন

এক ঘণ্টার পুলিশ সুপার স্কুলছাত্রী ইশান

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

ভোলায় এক ঘণ্টার জন্য প্রতীকী পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন নবম শ্রেণির ছাত্রী ইফরাত জানাম ইশান। পুলিশ সুপারের প্রতীকী দায়িত্ব পালনকালে ইশান জেলা পুলিশকে নারীবান্ধব পুলিশের মডেল হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানান। যার মাধ্যমে নতুন প্রজন্ম একটি স্বপ্নের বাংলাদেশ পাবে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় কয়েকজন সহপাঠী ও স্বজনকে নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে আসে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ইফরাত জাহান ইশান। তাকে ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। পুলিশ সুপারের দায়িত্ব তুলে দেন তার হাতে। বসান নিজের জন্য নির্ধারিত চেয়ারে। পুলিশ সুপারের চেয়ারে বসে নিজের স্বপ্ন ও আগামীর সম্ভাবনাময় বাংলাদেশের কথা শোনান উপস্থিত পুলিশ কর্মকর্তাদের। হলরুম ভর্তি সবাই সেই বক্তব্য উপভোগ করেন বেশ মনযোগ সহকারে।

দায়িত্ব নিয়ে ইশান জেলা পুলিশকে নারীবান্ধব পুলিশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। যা হবে দেশের মডেল। এর মাধ্যমে তরুণ প্রজন্ম পাবে অনুপ্রেরণা হয়ে উঠবেন আত্মবিশ্বাসী, এমনটাই প্রত্যাশা ইশানের।পুলিশ সুপার  মো. সাইফুল ইসলাম জানান, প্রতীকী পুলিশ সুপারের বক্তব্যে যেসব কথা উঠে এসেছে সেগুলোকে গুরুত্ব দেবে জেলা পুলিশ। তার (ইশানের) যে স্বপ্ন জেলা পুলিশকে নারীবান্ধব পুলিশ হিসেবে বাংলাদেশের রোল মডেল হিসেবে তৈরি করা, সে স্বপ্ন পূরণে জেলা পুলিশের প্রতিটি সদস্য কাজ করবে।

প্রতীকী হলেও বিষয়টি উপভোগ করেছেন উপস্থিত সবাই। আর ইশানের সঙ্গে আসা সহপাঠীরা মনে করেন নিরাপত্তার পাশাপাশি নারী ও শিশুবান্ধব পুলিশ হয়ে উঠবে বাংলাদেশে।

নারীর আত্মবিশ্বাস বাড়ানো ও নতুন নেতৃত্বের যোগ্যতা সৃষ্টির লক্ষ্যে প্লান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি