বাংলাদেশি আমেরিকান ইমরান শরীফ ও তার মেজো মেয়ে লাইলা শরীফকে গুলশান থানায় হস্তান্তর করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে থানায় হস্তান্তর করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে র্যাবের বিরুদ্ধে মারধরের অভিযোগ ইমরান শরীফ। অন্যদিকে বাবা ইমরান শরীফের সঙ্গেই থাকতে চান মেজো মেয়ে।
এর আগে ভোরে র্যাবের একটি দল রাজধানীর কালাচাঁদপুর আত্মগোপনে থাকা বাবা ইমরান শরিফকে মেজো মেয়েসহ উদ্ধার করে।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সংবাদমাধ্যমকে নিশ্চিত করে বলেন, আদালতের রায় ছিল জাপানি মায়ের কাছে থাকবে জাপানি দুই সন্তান। কিন্তু রায় প্রতিপালনে থানা পুলিশ বাবাসহ মেজো মেয়ে লাইলা শরীফকে খুঁজে পাচ্ছিল না। আদালতের রায় উপেক্ষা করে মায়ের কাছে সন্তানকে হস্তান্তর না করে মেজো মেয়েসহ বাবা আত্মগোপনে চলে যান এমন তথ্য পায় র্যাব। এমন অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর গুলশান থানাধীন কালাচাঁদপুর এলাকায় আত্মগোপন করা বাবা ইমরান শরিফকে মেজো মেয়েসহ হেফাজতে নেয়া হয়ছে।
এ জাতীয় আরো খবর..