1. rashidarita21@gmail.com : bastobchitro :
আওয়ামী লীগকে কঠিন হুঁশিয়ারি হারুনের | Bastob Chitro24
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

আওয়ামী লীগকে কঠিন হুঁশিয়ারি হারুনের

ঢাকা অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩

সরকার পতন না হওয়া পর্যন্ত এক দফার আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং সাবেক সংসদ সদস্য হারুন অর রশিদ।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে ১০ দফা দাবি ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বিশ্লেষণমূলক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হারুন বলেন, বিএনপির চলমান ১০ দফা আন্দোলনে সরকার পদত্যাগ না করলে এরপর কঠোর আন্দোলনে নামবে বিএনপি।

আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোই বিএনপির মূল লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য সংবিধান সংশোধন করে একদলীয় নির্বাচন ব্যবস্থা ধরে রাখার চেষ্টা করছে। নির্বাচনের চেয়ে আন্দোলনের গুরুত্বপূর্ণ ইস্যু সরকার পতন ঘটানো। সে লক্ষ্য নিয়েই বিএনপি আন্দোলন করছে।

রাষ্ট্র মেরামত না করলে নির্বাচন দিয়ে তেমন কিছু হবে না। আর গতবারের মতো নির্বাচন করতে চাইলে জাতীয় ও আন্তর্জাতিকভাবে তা মূল্যায়িত বে না।
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় গ্রামবিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি