কুমিল্লা নগরীর বিসিক এলাকার জলা থেকে ১৪টি ককটেল, দেশীয় অস্ত্র ও ২০০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকেবিসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- নতুন চৌধুরী বাগিচাগাঁওয়ের মৃত নারায়ণ চক্রবর্তীর ছেলে নয়ন চক্রবর্তী ওরফে নয়ন বন্ড (২৩), অশুকতলা বিসিক শিল্পনগরীর তাহের মিয়ার ছেলে রবিউল হোসেন (২৪), অশোকতলার আনোয়ার হোসেনের ছেলে ইয়াছিন হোসেন মাসুম (২৪), দৌলতপুর কলোনীর জাকির হোসেনের ছেলে গোলাম হোসেন সজীব (২২)।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. কামরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্যের খবর পেয়ে কোতোয়ালি থানা ও কান্দিরপাড় ফাঁড়ির পুলিশ অভিযান পরিচালনা করে ১৪টি ককটেল, দেশীয় অস্ত্র ও ২০০ পিস ইয়াবাসহ চার যুবককে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা নয়নবন্ডের নেতৃত্বে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে।
তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নয়ন চক্রবর্তীর নামে ১টি এবং ইয়াছিন হোসেন মাসুমের নামে আগের ৩ মামলা আছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক এবং মাদকদ্রব্য মামলা প্রক্রিয়াধীন।
এ জাতীয় আরো খবর..