1. rashidarita21@gmail.com : bastobchitro :
অবৈধ ইট ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। | Bastob Chitro24
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন

অবৈধ ইট ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

 আমির সোহেল
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নে ৭ টি অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন পরিবেশ অধিদপ্তর। পরিবেশের ছাড়পত্র ছাড়া ইট তৈরি করায় ৭ ডিসেম্বর বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করেন খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম আসিফুর রহমান।

অভিযান পরিচালনা করা হয় মেসার্স এস আরবি ব্রিকস, মেসার্স বাকিব ব্রিকস, মেসার্স সিফাত ব্রিকস, , সৈনিক ব্রিকস, মেসার্স নিয়াত ব্রিকস ও সাগর ব্রিকস এ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খুলনা ও কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তর যৌথভাবে যদুবয়রা ইউনিয়নের ৭ টি অবৈধ ইটভাটায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় সাতটি ভাটার আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিভিয়ে দেন। পরে ড্রেজার দিয়ে ভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় ও ৩০ লক্ষ কাঁচা ইট ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আতাউর রহমান, সহকারি পরিচালক হাবিবুল বাসার,পরিদর্শক কমলেস সরকার সহ কর্মকর্তা-কর্মচারীগণ সহ র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আতাউর রহমান বলেন, এই ইটভাটা গুলোর কোনটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এগুলো নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি