1. rashidarita21@gmail.com : bastobchitro :
১২ ঘণ্টা পর তিন রুটে ফেরি চলাচল স্বাভাবিক | Bastob Chitro24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:২০ অপরাহ্ন

১২ ঘণ্টা পর তিন রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঢাকা অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩

ঘন কুয়াশার কারণে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীর হাট এবং ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আবদুস সালাম মিয়া সোমবার (৩০ জানুয়ারি) সময় সংবাদকে জানান, ঘন কুয়াশা কেটে যাওয়ায় সকাল ১১টার কিছুক্ষণ আগে পাটুরিয়া ঘাট থেকে বনলতা ও মাধবীলতা ফেরি দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে গেছে। এ ছাড়া মাঝ নদীতে আটকে পড়া ছোট-বড় ৭টি ফেরি ঘাটে ফেরানোর চেষ্টা চলছে।

তিনি আরও জানান, রোববার রাত ১০টার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ঘন কুয়াশা পড়তে শুরু করে। ধীরে ধীরে পদ্মা নদীতে ঘন কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। এ সময় ফেরি চলাচলের জন্য বিকনবাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। পরে দুর্ঘটনা এড়াতে রাত ১১টার দিকে এ তিন রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি