1. rashidarita21@gmail.com : bastobchitro :
হাসপাতালে চালু হয়েছে ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ড | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৫০ অপরাহ্ন

হাসপাতালে চালু হয়েছে ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ড

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

ডেঙ্গু রোগীদের বিশেষ চিকিৎসার কথা বিবেচনায় নিয়ে আইসোলেশন ওয়ার্ড চালু করেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। গত ২৪ ঘণ্টায় নতুন ১১ জন রোগী ভর্তি হয়েছে এখানে। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৩ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

ডেঙ্গু রোগীদের বিশেষ চিকিৎসার কথা বিবেচনা করে মঙ্গলবার (১৮ অক্টোবর) থেকে এ ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়।

ভর্তি রোগীরা জানান, ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডের সুফল পাচ্ছেন তারা। প্রয়োজনীয় ওষুধসহ বিভিন্ন প্রকার খাবার সময়মতো পরিবেশন করা হচ্ছে হাসপাতালের পক্ষ থেকে।

এদিকে ডেঙ্গু মোকাবিলায় সিটি করপোরেশনের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে সিটি করপোরেশন। বাসাবাড়িতে এডিসের লার্ভা ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চালু করা হয়েছে। এ ছাড়া বাসাবাড়িতে এডিসের লার্ভা পাওয়া গেলে জরিমানা আদায় করছেন ভ্রাম্যমাণ আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি