সিরাজগঞ্জের শাহজাদপুরে সুদের টাকার জন্য গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ধর্ষকসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যরা।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে তাড়াশ উপজেলার ঈশ্বরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর স্কোয়াড কমান্ডার লেফটেন্যান্ট মো. আবুল হাসেম সবুজ।
গ্রেফতারকৃতরা হলেন শাহজাদপুর উপজেলার নুকালী দক্ষিণপাড়া গ্রামের মৃত রমজানের ছেলে মো. শের আলী ওরফে শেরে (৪৮) ও নূকালী পূর্বপাড়া গ্রামের মো. লতিফ সরকারের ছেলে মো. ইয়াসিন সরকার (৩০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার গভীর রাতে মদ্যপ অবস্থায় শের আলী ও ইয়াসিন শাহজাদপুরের নুকালী গ্রামের ট্রাক শ্রমিকের বাড়িতে যান। তারা ওই গৃহবধূর স্বামীর কাছে ১৬ বছর আগের সুদের টাকা পাবে বলে দাবি করে গালিগালাজ করে। এ সময় গৃহবধূ বাইরে এলে শের আলী তাকে বলেন, তোর স্বামী সুদের টাকা না দেয়ায় তাকে বেঁধে রাখা হয়েছে। তুই গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আয়। গৃহবধূ বাইরে গেলে গলায় ছুরি ঠেকিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যান তারা।
এ ঘটনায় বুধবার (৯ নভেম্বর) থানায় মামলা করেন ভুক্তভোগী। বৃহস্পতিবার রাতে তাড়াশ উপজেলার ঈশ্বরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব।