1. rashidarita21@gmail.com : bastobchitro :
সীতাকুণ্ডে বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু | Bastob Chitro24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৫৯ অপরাহ্ন

সীতাকুণ্ডে বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু

চট্টগ্রাম অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৬ মার্চ, ২০২৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেড’ নামে একটি অক্সিজেন কারখানায় বিস্ফোরণে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে।

রোববার (৫ মার্চ) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

মৃত্যু হওয়া প্রবেশ লাল শর্মা (৫৫) সীতাকুণ্ডের ভাটিয়ারির ৬ নম্বর ওয়ার্ডের মৃত মতিলাল শর্মার ছেলে। তিনি সীতাকুণ্ডের অক্সিজেন প্ল্যান্টটির অপারেটর ছিলেন।

লাল শর্মার ছোট ভাই নয়ন লাল শর্মা জানান, বিস্ফোরণে মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছিল তার। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার রাতে মারা যান প্রবেশ লাল শর্মা।

নিহত অন্য ছয় জন হলেন- লক্ষ্মীপুরের কমলনগর এলাকার মহিজল হকের ছেলে সালাউদ্দিন (৩৩), নেত্রকোনার কলমাকান্দা এলাকার খিতিশ রংদীর ছেলে রতন নকরেক (৫০), নোয়াখালীর সুধারাম এলাকার মৃত মকবুল আহমদের ছেলে মো. কাদের মিয়া (৫৮), সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার মৃত বিম রুগার ছেলে সেলিম রিছিল (৩৯), একই এলাকার মৃত ইসমাইলের ছেলে শামসুল আলম (৬৫) এবং সীতাকুণ্ডের জাফরাবাদ এলাকার মৃত আবুল বশরের ছেলে মো. ফরিদ (৩২)।

এর আগে গত শনিবার (৪ মার্চ) বিকেল ৪টা ৫৫ মিনিটে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ এ বিস্ফোরণে কেঁপে ওঠে কয়েক কিলোমিটার এলাকা। ঘটনাস্থলের প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে ছিটকে পড়ে বিস্ফোরিত ইস্পাতের টুকরো।

এ ঘটনায় সাতজন নিহত হওয়ার পাশাপাশি আরও ১৭ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে প্রভাষ নামের একজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় নিশ্চিত করা গেলেও একজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি বলে জানিয়েছে জেলা প্রশাসন।

এদিকে, রোববার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট রাকিব হাসানের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করছে তদন্ত কমিটি। ঘটনাস্থল ঘুরে আলামত হিসেবে ছবি সংগ্রহ করেন তারা। অক্সিজেন প্ল্যান্টের এয়ার সেপারেশন কলামে অতিরিক্ত চাপের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা তদন্ত কমিটির।

অতিরিক্ত জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট রাকিব হাসান বলেন, ‘নমুনা সংগ্রহের ভিত্তিতে আমাদের প্রাথমিক ধারণা প্ল্যান্টের এয়ার সেপারেশন কলামে অতিরিক্ত চাপের কারণে বিস্ফোরণ ঘটেছে। বাকিটা পুরো তদন্ত শেষে বলা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি