1. rashidarita21@gmail.com : bastobchitro :
সায়েন্স ল্যাব এলাকা উত্তপ্ত, তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ | Bastob Chitro24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন

সায়েন্স ল্যাব এলাকা উত্তপ্ত, তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ৫ মার্চ, ২০২৩

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ বিস্ফোরণের রেশ না কাটতেই তিনটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

রোববার (৫ মার্চ) দুপুর ১টার দিকে সংঘর্ষ শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস শেল নিক্ষেপ করেছে পুলিশ।

এদিকে সংঘর্ষের জেরে রাজধানীর গ্রিনরোড এলাকায় যান চলাচল বন্ধ করে দেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এতে ফার্মগেট, নিউমার্কেটসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু সংবাদমাধ্যমকে জানান, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। সংঘর্ষের কারণ এখনও সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। তবে শিক্ষার্থীরা জানিয়েছে, আইডিয়াল কলেজের বাসে ঢিল মারাকে কেন্দ্র সংঘর্ষ শুরু হয়।’

এ সময় সায়েন্স ল্যাব এলাকায় ধসে পড়া ভবনের সংবাদ প্রকাশ করতে আসা সাংবাদিকরা শিক্ষার্থীদের সংঘর্ষের চিত্র ধারণ করতে গেলে ক্যামেরা কেড়ে নেয়া হয় এবং কয়েকজন গণমাধ্যমকর্মীকে লাঞ্ছিত করা হয়। এ সময় পুলিশ তাদের উদ্ধার করে।

এর আগে সকালে সায়েন্স ল্যাব এলাকায় একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ বিস্ফোরণে তিনজন নিহত হন। পাঁচজন দগ্ধসহ বেশ কয়েকজন আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে ভবনটির একাংশ ধসে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির নিচতলায় হোটেল, দোতলায় সেলুন ও পোশাকের দোকান রয়েছে। ‍তৃতীয় তলায় ইন্স্যুরেন্স কোম্পানি থাকতে পারে। তাৎক্ষণিকভাবে কেউ বিস্ফোরণের কারণ জানাতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে, এসি অথবা সিলিন্ডার থেকে এ বিস্ফোরণ ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন সময় সংবাদকে জানান, সকাল ১০টা ৫২ মিনিটে প্রিয়াঙ্গন শপিং সেন্টারের পাশে বিস্ফোরণে তিনতলা একটি ভবনের একাংশ ধসে পড়ে এবং তাতে আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে আগুন নেভাতে সক্ষম হয়। তবে ডিউটি অফিসার বিস্ফোরণের কারণ জানাতে পারেননি।

পরে বোম্ব ডিসপোজাল ইউনিট ও নিউমার্কেট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান চালায়। তবে সেখানে বিস্ফোরকের কোনো আলামত তারা পাননি।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি