আজ বিকাল ৪ টায় কুষ্টিয়া শহরের থানার মোড়ে সম্মিলিত সামাজিক জোটের আয়োজনে গত ১৫ই নভেম্বর সাদ্দাম বাজার সংলগ্ন দারুস শেফা ক্লিনিকের পাশে অবস্থিত আরআরএস এর কুষ্টিয়া কার্যালয়ে সংবাদ সংগ্রহের জন্য গেলে দৈনিক সময়ের দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক ও কুষ্টিয়ার কণ্ঠ ২৪ ডট কমের সম্পাদক নাব্বির আল নাফিজের উপর শাখা ব্যবস্থাপক ও কতিপয় সন্ত্রাসী দ্বারা আতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক, আইনজীবী সুরক্ষা আন্দোলন কুষ্টিয়া জেলা বার ইউনিটের সদস্য সচিব, কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পললের সভাপতিত্বে এবং জোটের সহ সমন্বয়ক ও স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সভাপতি সাদিক হাসান রোহিদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক জোটের প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সংগঠক, মানুষ মানুষের জন্য সংগঠনের সভাপতি দি ফক্স ম্যান শাহাবুদ্দিন মিলন, বিশিষ্ট পাখি গবেষক ও কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এস আই সোহেল, আইনজীবী সুরক্ষা আন্দোলন কুষ্টিয়া জেলা বার ইউনিটের আহবায়ক ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট সাইফুর রহমান সুমন, বৃহত্তর কুষ্টিয়ার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সংরক্ষণ পরিষদের মহাসচিব এস.এস রুশদী, এনটিভির কুষ্টিয়া প্রতিনিধি শ্যামলী খন্দকার, ঢাকা প্রকাশের কুষ্টিয়া প্রতিনিধি কাজী সাইফুল, কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের প্রচার সম্পাদক সৌরভ শাহরিয়ার, দপ্তর সম্পাদক পল্লব আলী, সদস্য মুহাম্মদ সোহান, ইব্রাহিম হোসেন, এমটিএন অনলাইন পত্রিকার সম্পাদক আমিন হাসান, সাংবাদিক একরামুল ইসলাম জনি, এস এম পান্না,রাজীব খন্দকার, আলমগীর হোসেন, মিলন মাহমুদ, তারিক, মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সদস্য মীর কুশল, সেলিম রহমান, জিকু, কুষ্টিয়ার কন্ঠ -২৪ এর অফিস সহকারী নাছিম আহমেদ, শাওন, শোভন, নীরব, ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বিপ্লব হোসেনসহ অর্ধশতাধিক সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ।
সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল বলেন, ” উচ্চ আদালত সংবাদ সংগ্রহের জন্য সকল সরকারি দপ্তরসহ সব প্রতিষ্ঠানকে বাধা না নেওয়ার ও সহযোগিতা করার নির্দেশনা দেয় সেখানে কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচার পাচ্ছিনা সাংবাদিকবৃন্দ অন্যদিকে সংবাদ সংগ্রহ কালে সাংবাদিক ও সংগঠক এবং করোনাযোদ্ধা নাব্বিরের উপর হামলা করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ ও এই ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সম্মিলিত সামাজিক জোটের পক্ষ থেকে “