মৌলভীবাজারের শ্রীমঙ্গল উত্তর ভাড়াউড়া এলাকার একটি বসতঘর থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
রোববার (২ অক্টোবর) সন্ধ্যায় সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. মারুফ জানান, উত্তর ভাড়াউড়া এলাকার আহমদ আলী নামে এক ব্যক্তির বসতঘরে এ অজগরটি ঢুকে পড়ে। সন্ধ্যায় ঘরের লোকজন হঠাৎ একটি সাপের অস্তিত্ব দেখতে পেয়ে ভয়ে চিৎকার শুরু করেন। শব্দ পেয়ে সাপটি ঘরের মেঝের এক কোণে লুকিয়ে থাকার চেষ্টা করে। স্থানীয় লোকজন জড়ো হয়ে ঘরের ভিতর তল্লাশি চালিয়ে অজগরটিকে আটক করে। এ সময় কতিপয় লোকজন ভয়ে সাপটিকে মেরে ফেলার উদ্যোগ নেয়। খবর পেয়ে আহমদ আলীর বাড়িতে গিয়ে উপস্থিত হন মারুফ। অজগরটিকে না মেরে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলকে খবর দেন। পরে স্বপন দেব সজল এসে অজগরটিকে উদ্ধার করে নিয়ে আসে। তবে পরবর্তীতে বন্য প্রাণী বিভাগের লোকজনদের কাছে অজগরটিকে হস্তান্তর করা হয়।বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যানে খাদ্য সংকট প্রকট রূপ ধারণ করায় এখন কয়েকদিন পর পরই সাপসহ বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে বেরিয়ে পড়ছে।