যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি চেকপোস্টে কলকাতা থেকে আসা শ্যামলী পরিবহন তল্লাশি করে ৩০ হাজার ইউএস ডলারসহ তোফাজ্জেল হোসেন (৩৫) নামে এক যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে ৪৯ ব্যাটালিয়ন বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাহেদ মিনহাজ ছিদ্দিকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কলকাতা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনে হুন্ডির বিপুল পরিমাণ অর্থ পাচার হচ্ছে। পরে বিজিবি যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোস্টে ঢাকাগামী এই পরিবহন থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। এ সময়ে এক যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তার শরীরে তল্লাশি করে বিজিবি। পরে যাত্রীর পায়ের জুতার মধ্যে বিশেষ কৌঁশলে লুকিয়ে রাখা ৩০ হাজার ইউএস ডলার পাওয়া যায়। উদ্ধার হওয়া ডলার বাংলাদেশি টাকায় বাজার মূল্য ৩৩ লাখ ৪০ হাজার টাকা।
অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানায় বিজিবির এই কর্মকর্তা।
এ জাতীয় আরো খবর..