1. rashidarita21@gmail.com : bastobchitro :
শীতার্তদের পাশে দাঁড়াল বাংলাদেশ সেনাবাহিনী | Bastob Chitro24
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন

শীতার্তদের পাশে দাঁড়াল বাংলাদেশ সেনাবাহিনী

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

ঘন কুয়াশা ও তীব্র শীতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। মাঝে মাঝে অসময়ের বৃষ্টি এবং হিম ঠান্ডা কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতায় বেশি নাকাল নিম্ন আয়ের মানুষ। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষকে উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (৩০ ডিসেম্বর) শরীয়তপুর জেলার জাজিরা উপজেলাধীন পশ্চিম নাওডোবা পুনর্বাসন এলাকায় শীতবস্ত্র হিসেবে কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়। শেখ রাসেল সেনানিবাসের সদর দফতর ৯৯ কম্পোজিট ব্রিগেডের উদ্যোগে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

কমান্ডার, ৯৯ কম্পোজিট ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে পশ্চিম নাওডোবা পুনর্বাসন এলাকায় পদ্মা সেতু প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় গরিব ও শীতার্তাদের মাঝে শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন ব্রিগেড সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় পশ্চিম নাওডোবা পুনর্বাসন এলাকার মোট ১০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি