1. rashidarita21@gmail.com : bastobchitro :
রেললাইনের স্লিপার চুরির সময় ট্রাকসহ চালক আটক | Bastob Chitro24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৪২ পূর্বাহ্ন

রেললাইনের স্লিপার চুরির সময় ট্রাকসহ চালক আটক

ঢাকা অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩

ময়মনসিংহের ত্রিশালে রেললাইনের স্লিপার চুরির সময় আলমগীর হোসেন (৩০) নামে এক ট্রাকচালককে আটক করেছে রেলওয়ে পুলিশ। এ সময় স্লিপার বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়।

আটক আলমগীর ত্রিশাল উপজেলার কোনাবাড়ি এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিকালে জেলার ত্রিশাল উপজেলার ফাতেমা নগর রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ বলেন, ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ফাতেমা নগর স্টেশনসংলগ্ন এলাকায় রেললাইনের সংস্কারকাজ চলছে। রেললাইনের পুরাতন লোহার স্লিপার সরিয়ে কংক্রিটের স্লিপার বসানোর কাজ চলছে। রেললাইন থেকে সরানো পুরাতন লোহার স্লিপারগুলো পাশেই রাখা ছিল। রোববার বিকালে ট্রাকচালক আলমগীর কয়েকজনের সহায়তায় ৬৩টি স্লিপার ট্রাকে তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ট্রাক চালককে আটক করে পুলিশে খবর দেয়। এ সময় কৌশলে অন্যরা সটকে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকচালককে আটক করে।

এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) নাজমুর হক মৃধা বাদী হয়ে ট্রাকচালক আলমগীরসহ তিন জনের নামে ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পরে তাদের এ মামলায় গ্রেফতার দেখানো হয়।
বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) নাজমুর হক মৃধা জানান, লোহার পুরনো স্লিপার মিথ্যা কথা বলে চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা ট্রাকটিকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশের সহায়তায় ট্রাকটিকে জব্দ করে রেলওয়ে থানায় নিয়ে আসে। সর্বমোট ৬৩টি স্লিপার উদ্ধার করা হয় এবং এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি