1. rashidarita21@gmail.com : bastobchitro :
যশোরে মাদক মামলায় নারীর যাবজ্জীবন | Bastob Chitro24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন

যশোরে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

যশোরে মাদক মামলায় আছারুন্নেছা নামে এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে অতিরিক্ত দায়রা জজ সোহানী পূষণ এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আছারুন্নেছা যশোরের চৌগাছা উপজেলার বড় কাবিলপুর গ্রামের শহর আলীর মেয়ে।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) জিএম মুসা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্র থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১১ সালের ৯ জুলাই মাদক দ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তর বেনাপোল সার্কেলের সদস্যরা চৌগাছার বড় কাবিলপুরের আছারুন্নেছার বাড়ি ঘেরাও করে। এরপর তার ঘরের খাটের নিচ থেকে বস্তায় ভরা ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার ও আছারুন্নেছাকে আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলাল হোসেন বাদী হয়ে চৌগাছা থানায় মামলা করেন।
মামলাটি তদন্ত করে আছারুন্নেছাকে অভিযুক্ত করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বেনাপোল সার্কেলের উপপরিদর্শক মোহাম্মদ আলী শেখ আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার আসামির উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করেন বিচারক। রায়ে আছারুন্নেছাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণা শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি