1. rashidarita21@gmail.com : bastobchitro :
যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন করল বিসিক | Bastob Chitro24
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন

যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন করল বিসিক

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

মহান বিজয় দিবস-২০২২ যথাযথ মর্যাদায় উদযাপন করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে বিসিক ভবনে লাল সবুজের আলোকসজ্জা, ১৬ ডিসেম্বর সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিসিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭টায় তেজগাঁও শিল্প এলাকায় বিসিক প্রধান কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিসিক চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমান।

এরপর একে একে বিসিক আঞ্চলিক কার্যালয়, ঢাকা; বিসিক জেলা কার্যালয়, ঢাকা; বিসিক কর্মকর্তা সমিতি এবং বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিসিক পরিচালক পর্ষদের সদস্যরা, বিসিক সচিবসহ বিসিকের সব কর্মকর্তা-কর্মচারী।

বিসিক কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়ন সাভারে জাতীয় স্মৃতিসৌধে ও ধানমণ্ডি ৩২-এ ঐতিহাসিক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর স্থাপিত জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও মহান বিজয় দিবস উৎযাপন কর্মসূচির অংশ হিসেবে বিসিক প্রধান কার্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃতি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

বিসিক সচিব শ্যামলী নবীর সভাপতিত্বে বিসিক চেয়ারম্যানের সহধর্মিণী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি