1. rashidarita21@gmail.com : bastobchitro :
মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা | Bastob Chitro24
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন

মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

ঘড়ির কাঁটায় তখন সকাল ১১টা বেজে ৪ মিনিট। ইলেকট্রনিক সুইপ চেপে বঙ্গবন্ধুর জেষ্ঠ্য কন্যা ও সরকারপ্রধান শেখ হাসিনা উন্মোচন করেন প্রায় ২ কোটি ঢাকাবাসীর বহুদিনের কাঙ্খিত স্বপ্ন মেট্রোরেলের ফলক। এরই সঙ্গেই স্বপ্ন ধরা দেয় বাস্তবতায়।

ফলকের সামনের মাটিতে প্রধানমন্ত্রী নিজ হাতে রোপণ করেন একটি তেতুঁল গাছের চারা। এরপর দুই হাত তুলে প্রধানমন্ত্রী শোকরিয়া জানান মহান সৃষ্টিকর্তার উদ্দেশ্য।

দুপুর ১ টা ৩৩ মিনিটে ছোট বোন রেহানাকে নিয়ে, স্বপ্নযাত্রার মেট্রোরেলের উদ্বোধন করতে চলন্ত সিঁড়িতে করে দিয়াবাড়ি স্টেশনের ভেতরে প্রবেশ করেন সরকারপ্রধান।

দুপুর ১ টা ৩৪ মিনিটে কাউন্টার থেকে টাকা পরিশোধ করে প্রথম যাত্রী হিসেবে ই টিকেট কিনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরই মেট্রো যাত্রার জন্য দ্বিতীয় টিকিট কাটেন বঙ্গবন্ধুর কনিষ্ট কন্যা শেখ রেহানা।
১টা বেজে ৩৫ মিনিটে ই টিকিট হাতে নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী ছোট বোনের সঙ্গে ছবি তোলেন। এ সময় সরকারপ্রধানকে দেখা গেছে পরম মমতায় শেখ রেহানাকে ই টিকিটের অ্যাদোপান্ত বুঝিয়ে দিতে।

ই টিকিট পাঞ্চ করে ১টা বেজে ৩৬ মিনিটে মেট্রোরেলের স্টেশন প্ল্যাটফর্মের উদ্দেশ্যে সফরসঙ্গীদের নিয়ে রওয়ানা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে চলন্ত সিঁড়িতে করে ১টা বেজে ৩৮ মিনিটে প্ল্যাটফর্মে প্রবেশ করেন সরকারপ্রধান।

এর মাত্র ১ মিনিট পরেই, প্ল্যাটফর্মে প্রস্তুত থাকা মেট্রোরেলকে চলার সংকেত দিতে সবুজ পতাকা হাতে তুলে নেন প্রধানমন্ত্রী। ১টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু কন্যা ও সরকারপ্রধান পতাকা নেড়ে সবুজ সংকেত দিলে, যাত্রা শুরু করে বহু কাঙ্খিত মেট্রোরেল। সম্পন্ন হয় আনুষ্ঠানিক উদ্ধোধন।

১টা ৪২ মিনিটে সংকেত দেয়া সবুজ পতাকায় নিজের নাম সাক্ষর করেন সরকারপ্রধান। এরপর ১টা বেজে ৪৫ মিনিটে প্ল্যাটফর্মে অবস্থান করা মেট্রোরেলের প্রবেশদ্বার খুলে যায় স্বয়ংক্রিয়ভাবে। বাংলাদেশ গড়ার কারিগর মুক্তিযোদ্ধা, দেশের ভবিষ্যৎ ক্ষুদে শিক্ষার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রান্তিক মানুষ, বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষ, ঢাকায় নিযুক্ত কূটনীতিকসহ ২শ’ মানুষকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী প্রবেশ করেন মেট্রোরেলের ভেতরে। এরই সঙ্গে প্রথমবারের মতো লাল-সবুজের বাংলাদেশের যাত্রা শুরু হয় বৈদ্যুতিক ট্রেনের যুগে।

ট্রেনে আসন গ্রহণের আগে বাকি সবার সঙ্গে কুশল বিনিময় করেন হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী। ২টা বেজে ২ মিনিটে পরিবারের সদস্য বোন রেহানার পাশের সিটে বসেন সরকারপ্রধান। মেট্রোরেলের জানালা দিয়ে দেখতে থাকেন বাইরের দৃশ্য।


দুপুর ২ টা ১০ মিনিটে উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী মেট্রোরেল। এর এক মিনিট পর স্টেশনে পা রাখেন সরকারপ্রধান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি