ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার দেড় ঘণ্টা পর বিকল্প ব্যবস্থায় ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
শনিবার (১১ মার্চ) রাত ১১টার দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে গেলে ঢাকাগামী চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ট্রেনটি ঢাকা যাওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেলওয়ে স্টেশন এলাকায় বিকল হয়ে যায়। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের এক লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে।
পরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অবস্থান করা অন্য একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বিকল হওয়া ট্রেনটিকে নিয়ে ঢাকার উদ্দেশে ব্রাহ্মণবাড়িয়া ত্যাগ করে।স
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান সময় সংবাদকে এসব তথ্য নিশ্চিত করেছেন।