1. rashidarita21@gmail.com : bastobchitro :
বেশি ধরা পড়ছে মাঝারি আকারের ইলিশ | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৩১ অপরাহ্ন

বেশি ধরা পড়ছে মাঝারি আকারের ইলিশ

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ৬ নভেম্বর, ২০২২

বঙ্গোপসাগর থেকে ইলিশবোঝাই ট্রলার নিয়ে ঘাটে ফিরছেন উপকূলের জেলেরা। তাই ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে সরগরম পটুয়াখালীর মহিপুর ও আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র। জেলেরা জানান, ইলিশের চেয়ে অন্য মাছ বেশি পাওয়া যাচ্ছে।

সাগরে মাছ শিকার শেষে ইলিশবোঝাই ট্রলার নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। ট্রলার থেকে মাছ নামিয়ে আনা হচ্ছে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে। এতে ভোর থেকেই ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখর অবতরণ কেন্দ্র।

জেলেরা জানান, সাগরে জাল ফেলতেই মাছ উঠছে। কিন্তু তুলনামূলকভাবে ইলিশের চেয়ে অন্য মাছ বেশি। এক জেলে বলেন, বড় ইলিশ পাওয়া যাচ্ছে না। সব মাঝারি আকৃতির বা ছোট। তা ছাড়া অন্য মাছ বেশি পাওয়া যাচ্ছে।

এদিকে আড়ত মালিকরা জানান, এখন মাঝারি আকারের ইলিশ বেশি পাওয়া যাচ্ছে। তবে পাইকারি বাজারে দাম ক্রেতা ও বিক্রেতার নাগালের মধ্যেই রয়েছে।

আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের এক আড়তদার বলেন, নিষেধাজ্ঞা শেষে যে ট্রলারগুলো সাগরে গিয়েছে তার প্রতিটিই মোটামুটি মাছ পেয়েছে। তা ছাড়া মাছের দামও ক্রেতার নাগালে রয়েছে।

উল্লেখ্য, এক কেজি ওজনের ইলিশের দাম এক হাজার টাকা আর ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের দাম ৯০০ টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি