সীমান্ত হত্যা, চোরাচালান ও অনুপ্রবেশ রোধে আবারো যৌথভাবে কাজ করবে বলে একমত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এছাড়া আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে সব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা।
বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির আয়োজনে বেনাপোল বিওপি সম্মেলন কক্ষে বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পতাকা বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে এসব কথা জানানো হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী, লে. কর্নেল কামরুল আহসান, লে. কর্নেল তারভীন রহমানসহ বিজিবির ৯ কর্মকর্তা ও বিএসএফের কমান্ডিং অফিসার ত্রিপাঠি, অনুরাগ মানি, অলক কুমারসহ ১১ কর্মকর্তা।