উপমহাদেশের প্রখ্যাত লালন গবেষক প্রফেসর ড. আবুল আহসান প্রয়াত ম. মনিরউজজামান সম্পর্কে স্মৃতিচারণ করে সভপতির বক্তব্যে বলেছেন, আমরা ম. মনিরউজজামানকে গত নয় বছরেও ভুলিনি, ভুলে যেতে পারিনি, ভুলে যাওয়া সম্ভব নয়। ম. মনিরউজজামান আমাদের মাঝেই সৃষ্টি ও কৃষ্টিতে আছেন।
গত ১৮ জানুয়ারি বুধবার সন্ধ্যায় কুষ্টিয়া রোটারি গ্যালারীতে কুষ্টিয়া আবৃত্তি পরিষদের আয়োজনে বিশিষ্ট লেখক ও লালন গবেষক ম. মনিরউজজামান এর ৯ম স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মান্না ম. মনিরউজজামানের জীবন ও কর্মের বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠানে আলোচনা করেন, লেখক ও গবেষক এ্যাড. লালিম হক, বিশিষ্ট চিকিৎসক ড. ডাক্তার আমিনুল হক রতন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ, কবি ও লেখক ম. মনিরুল ইসলাম, ম. মনিরউজজামানের সহধর্মিনী -কুষ্টিয়া আবৃত্তি পরিষদের সভাপতি কবি ও লেখক আলম আরা জুঁই, বীর মুক্তিযোদ্ধা কুষ্টিয়া রবীন্দ্র সম্মিলন পরিষদের সভাপতি শিল্পী অশোক সাহা, বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ কলেজের অধ্যক্ষ —, কবি আক্তারুজ্জামান চিরু, কবি ও সঞ্চালক কনক চৌধুরী, লেখক ও গবেষক ইমাম মেহেদী, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ডিন ডঃ শহীদুর রহমান আমিন বাবু সাজেদুল ইসলাম ,মাহমুদুর রহমান কাদেরী ডক্টর অধ্যাপক নুরুন্নাহার , কবি নুরুন্নাপা, সুব্রত চ্যাটার্জি প্রমূখ।
আলোচনার ফাকে ফাকে ম. মনিরউজজামান এর স্মৃতির স্মরণে সংগীত পরিবেশন করেন, কুষ্টিয়া রবীন্দ্র সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক ড. আকলিমা খাতুন ইরা, আতাউর রহমান বাদল ,কোহিনুর খানম ,শুক্লা, ও রিনা বিশ্বাস। স্মরণসভায়-, কবি, সাহিত্যিক, লেখক ,গবেষক শিল্পী ও গুণীজন ছাড়াও প্রয়াত ম. মনিরউজজামান এর আত্মীয় এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।