বিআরটিএ ইন্সপেক্টর পরিচয় দিয়ে অতিরিক্ত পুলিশ সুপারের কাছে একটি অভিযোগের বিষয়ে তদবির করতে এসে আটক হয়েছেন মো. জাহিদুল ইসলাম জিল্লু (৪২) নামে এক প্রতারক।
মঙ্গলবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রেজাউল করিমের কক্ষে এ ঘটনা ঘটে।
জিল্লু রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের মোহনপুর গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে বিআরটিএ ইন্সপেক্টর পরিচয় দিয়ে আমার কাছে একটি অভিযোগের বিষয়ে তদবির করতে আসে রেজাউল। এ সময় তার কথাবার্তায় সন্দেহ হলে আমি তার পোস্টিং কোথায় জানতে চাই। তখন সে জানায়, তার পোস্টিং ফরিদপুর বিআরটিএ অফিসে। এরপর আমি ফরিদপুর বিআরটিএ অফিসে খোঁজ নিয়ে জানতে পারি ওই অফিসে এ নামে কোনো কর্মকর্তা নেই। পরে তার পকেট তল্লাশি করে পুলিশের উপপরিদর্শক (এসআই)-এর একটি ভুয়া আইডি কার্ড পাওয়া যায়।’
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘জিল্লু নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে কালুখালী থানাসহ বিভিন্ন থানায় ও অফিসে ফোন দিয়ে তদবির করত। এ ছাড়া এলাকায় সে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে নানাভাবে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..