1. rashidarita21@gmail.com : bastobchitro :
বাংলা একাডেমির ফেলোশিপ পেলেন মেয়র আইভী | Bastob Chitro24
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:২৭ অপরাহ্ন

বাংলা একাডেমির ফেলোশিপ পেলেন মেয়র আইভী

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ সম্মাননা পেলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৫তম সভায় আনুষ্ঠানিকভাবে তার হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়।

ফেলোশিপপ্রাপ্তদের হাতে সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন অনুষ্ঠানের সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন এবং বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে সাতজনকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করেছে বাংলা একাডেমি। সমাজসেবা ক্যাটাগরিতে নারায়ণগঞ্জের জনপ্রিয় জনপ্রতিনিধি সিটি কর্পোরেশনের টানা তিনবারের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সম্মানিত করা হয়।
এছাড়া শিক্ষা, বিজ্ঞান, চিকিৎসা, আলোকচিত্রশিল্প, ভাস্কর্য বা চিত্রকলা, সংস্কৃতিতে আরও ছয়জনকে ফেলোশিপ প্রদান করা হয়। তারা হলেন- অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক ড. মোহাম্মদ আলী রেজা খান, অধ্যাপক ড. মো. জাকির হোসেন, নাসির আলী মামুন, হামিদুজ্জামান খান, জয়ন্ত চট্টোপাধ্যায়।

নারায়ণগঞ্জ থেকে এই প্রথম কেউ বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ পেলেন। এর আগে এই ফেলোশিপ পেয়েছেন নোবেল বিজয়ী অমর্ত্য সেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ দেশ-বিদেশের গুণীজনরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি