স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের ৭৫ শতাংশ মানুষকে করোনার ভ্যাকসিনের আওতায় আনায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত পিটার ডি হাস। বুধবার (৯ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে শিশু শিক্ষার্থীদের মধ্যে করোনার ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এই মন্তব্য করেন।
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ সরকারের নানা ভূমিকার প্রশংসা করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকার ৭৫ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় এনেছে, যা বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ রেকর্ড। এ জন্য মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারকে অভিনন্দনও জানান।
নিজের দেশের সাফল্যের কথা উল্লেখ করে তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধের ভ্যাকসিন সারা বিশ্বে একশ মিলিয়ন ডোজ বিতরণ করেছে।
মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্বের মাইলফলক চিহ্নিত করতে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস নারায়ণগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শনে আসেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করেছে ব্র্যাক।
এর আগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে জেলার করোনা পরিস্থিতি ও ভ্যাকসিন কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন। এ সময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি ও জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি জানান, শুধু স্কুলের শিশুরাই নয়, বাইরে থেকেও শিশুরা এসে ভ্যাকসিন গ্রহণ করছে। এখন যারা বাদ পড়বে তাদেরকেও ভ্যাকসিন দেয়ার ব্যবস্থা করবে সিটি করপোরেশন।