1. rashidarita21@gmail.com : bastobchitro :
বঙ্গবন্ধুর কথা ঘণ্টার পর ঘণ্টা বললেও শেষ হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:১৬ অপরাহ্ন

বঙ্গবন্ধুর কথা ঘণ্টার পর ঘণ্টা বললেও শেষ হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩

বঙ্গবন্ধুর কথা ঘণ্টার পর ঘণ্টা বললেও শেষ হবে না মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ছাত্রনেতা থাকাকালেই বঙ্গবন্ধু নানা সময় নানা আন্দোলন করতে করতে বঙ্গবন্ধুতে রূপান্তর হয়েছেন। দেশের মানুষের জন্য, জনগণের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্যই তিনি আন্দোলন করেছেন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটের খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বঙ্গবন্ধুর কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর কথা বলতে গেলে ঘণ্টার পর ঘণ্টা বললেও শেষ হবে না। আমি যখন ছাত্রনেতা ছিলাম তখন বঙ্গবন্ধুর পরামর্শ নেয়ার সুযোগ হয়েছিল। তাকে দেখার সুযোগ হয়েছিল। তার কালজয়ী সেই ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ শোনার সৌভাগ্য হয়েছিল।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১০ জানুয়ারি যখন বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন, সেই সময় এ দেশের স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল। তার বলিষ্ঠ নেতৃত্বে ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশ সোনার বাংলা হিসেবে গড়ে ওঠে।

বঙ্গবন্ধু কন্যা যতদিন বেঁচে থাকবে ততদিন দেশ এগিয়ে যাবে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি দেশের প্রত্যেকটা অঞ্চলে ঘুরে বেড়াই। আমি দেখেছি শেখ হাসিনাকে দেশের প্রতিটা মানুষ ভালোবাসে।’

তিনি বলেন, ‘সামনের নির্বাচনে আপনারা আওয়ামী লীগকে ভোট দেবেন। শেখ হাসিনা সরকারকে নির্বাচিত করবেন। দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ; আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম; আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া ও আওয়ামী লীগের অন্যান্য রাজনৈতিক নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি