1. rashidarita21@gmail.com : bastobchitro :
পরিচ্ছন্নকর্মী পরিবারের ৫ শিশুকে স্কুলে ভর্তি না নেয়ার প্রতিবাদ | Bastob Chitro24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন

পরিচ্ছন্নকর্মী পরিবারের ৫ শিশুকে স্কুলে ভর্তি না নেয়ার প্রতিবাদ

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩

নিচু জাতের নামে দিনাজপুরের পার্বতীপুরে পরিচ্ছন্নকর্মী পরিবারের পাঁচ শিশুকে স্কুলে ভর্তি না নেয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে কয়েকটি সংগঠন।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে কর্মসূচি পালন করে বাংলাদেশ জয়ভীম ছাত্র-যুব ফেডারেশন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

বাংলাদেশ জয় ভীম ছাত্র-যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক হেমন্ত দাষ বলেন, প্রায়শই দেখা যায় নিচু জাতের নামে শুধু জন্ম ও পেশাগত কারণে মানুষে মানুষে বৈষম্য করা হয়। যারা পরিচ্ছন্নকর্মী কিংবা নরসুন্দরের কাজ করেন, জুতা সেলাইসহ নানা পেশায় জড়িত তাদেরকে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবহেলা করা হয়, বঞ্চিত করা হয়। এর ধারাবাহিকতায় পার্বতীপুরে এই শিশুদের স্কুলে ভর্তি নেয়া হয়নি।
তিনি বলেন, দেখা যায় সমাজে এ ধরনের অন্যায় এবং অপরাধ সংঘটিত হওয়ার পরও এর সুষ্ঠু বিচার কিংবা কোনো ব্যবস্থাই নেয়া হয় না। জাতপাতের নামে অস্পৃশ্যতার বিরুদ্ধে সবাইকে প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সৌরভ রায় বলেন, বর্তমান বাংলাদেশ বিভিন্ন জাতিসত্তা ও সম্প্রদায়ের মানুষের দেশ। শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার, এই শিশুদের ভর্তি না নিয়ে যে জঘন্য কাজ করছে তার সুরাহা হওয়া জরুরি।
জাতি, ভাষা, ধর্মীয় ও শ্রেণিগত বৈষম্য দূর করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমল ত্রিপুরা। সব শিশুকে সমান গুরুত্ব দিয়ে স্কুলে ভর্তির দাবি জানান তিনি। অবিলম্বে পার্বতীপুরের পাঁচ শিশুকে স্কুলে ভর্তি না নিলে আন্দোলনের মাধ্যমে বাধ্য করার হুঁশিয়ারি দেন বক্তারা।

বাংলাদেশ জয় ভীম ছাত্র-যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক হেমন্ত দাষের সভাপতিত্বে এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মিতু সরকারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম, মাইনরিটি রাইটস ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট উৎপল বিশ্বাস, বিশিষ্ট চিকিৎসক ডা. হারুনুর রশীদ, সোশাল অ্যাক্টিভিস্ট ইফতেখার বাবু, মানবাধিকার কর্মী মাহবুল হক।

সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা, নারী অধিকার কর্মী ও অ্যাক্টিভিস্ট মার্জিয়া প্রভা, বাংলাদেশ হরিজন সেচ্ছাসেবী ছাত্র সংগঠনের প্রতিনিধি সুনীল বাঁশফোর, ঢাকা হেলা বাল্মিকী সমাজ কল্যাণের সংগঠক অমরদীপ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি