নাটোরের বড়াইগ্রামে পরকীয়ার দ্বন্দ্বে স্ত্রীকে হত্যার তিন বছর পর পলাতক স্বামী বেলাল হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে গুরুদাসপুর উপজেলার খামার পাথুড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (৯ নভেম্বর) সকালে অভিযুক্ত বেলালকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার বেলাল হোসেন বড়াইগ্রাম উপজেলার জোয়ারী এলাকার বাসিন্দা।
র্যাব-৫-এর নাটোর ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বেলাল হোসেন ২০১৯ সালে তার স্ত্রী জিয়াসমিনকে দিয়ে দুটি এনজিও থেকে দেড় লাখ টাকা উত্তোলন করেন। এনজিও থেকে নেয়া টাকা দিয়ে মাছের ব্যবসা করা কথা বলা হলেও বেলাল হোসেন প্রতিবেশী এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর জেরে বেলাল হোসেন একই সালের ৩১ মার্চ জিয়াসমিনকে বালিশচাপা দিয়ে হত্যা করেন।
র্যাবের নাটোর ক্যাম্পের কমান্ডার ফরহাদ হোসেন জানান, নিহত জিয়াসমিনের ছোট বোন ইয়াসমিন এ ঘটনায় বাদী হয়ে ২০১৯ সালের ১৬ জুলাই আদালতে মামলা করেন। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। তবে আদালতে মামলা হওয়ার পর অভিযুক্ত বেলাল পলাতক ছিলেন।
ফরহাদ হোসেন বলেন, বুধবার সকালে অভিযুক্ত বেলালকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..