1. rashidarita21@gmail.com : bastobchitro :
নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু | Bastob Chitro24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩

সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে বিএনপি।

বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে যুগপৎ আন্দোলনের এ কর্মসূচিতে অংশ নিতে জড়ো হয়েছেন নেতাকর্মীরা।

সমাবেশে আসা নেতারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আবারও ঐক্যবদ্ধ আন্দোলনের হুঁশিয়ারি দেন। এদিকে দশ দফা দাবি আদায়ে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা এবং গ্যাস-বিদ্যুতের দাম কমানোসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের চতুর্থ কর্মসূচি বিএনপির এটি। দুপুর ২টায় বিক্ষোভ সমাবেশ শুরুর আগেই বেলা ১১টার পর থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।

মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে আসা নেতাকর্মীরা বলেন, ক্ষমতাসীনরা গ্যাস-বিদ্যুতের দাম অযৌক্তিকভাবে বাড়িয়েছে। দ্রুত নিত্যপণ্যসহ সবকিছুর দাম কমানোর দাবি জানান তারা।

বর্তমান সরকারের অধীন কোনো নির্বাচনে বিএনপি যাবে না জানিয়ে সমাবেশে আসা নেতারা বলেন, দলীয় সরকারের অধীন কোনো নির্বাচন হতে দেয়াও হবে না।

সমাবেশ থেকে ঘোষিত পরবর্তী কর্মসূচি পালনে রাজপথে থাকার কথাও জানান বিএনপির কর্মীরা। এরই মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিচ্ছেন।

যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সমাবেশস্থলের আশপাশে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে একই দাবিতে বরিশালের কর্মসূচিতে অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচন হতে দেয়া হবে না।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে নির্বাচন শব্দটা মুখে আনবেন না, নির্বাচন নিয়ে কোনো প্রস্তুতি বিএনপির প্রয়োজন নেই, শেখ হাসিনার পতনই হলো বিএনপির নির্বাচনের প্রস্তুতির ৯৯ ভাগ।

এ ছাড়া ফরিদপুরেও একই কর্মসূচি পালন করেন দলটির যুগ্ম মহাসচিব হাবীব-উন নবী খান সোহেলসহ স্থানীয় নেতারা। শান্তিপূর্ণ কর্মসূচিতে ক্ষমতাসীন দল বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি