1. rashidarita21@gmail.com : bastobchitro :
ধলেশ্বরীর গর্ভে বিলীন ৩০ মিটার পাকা রাস্তা | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন

ধলেশ্বরীর গর্ভে বিলীন ৩০ মিটার পাকা রাস্তা

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শনিবার, ২২ অক্টোবর, ২০২২

মানিকগঞ্জের ধলেশ্বরী নদীতে হঠাৎ করেই পানি বেড়েছে। অসময়ের পানি বৃদ্ধিতে দেখা দিয়েছে নদীভাঙন। ঘিওরের বালিয়াখোড়া ইউনিয়নে গত তিন দিনের ভাঙনে ৫টি বসতভিটাসহ ৫০ হেক্টর ফসলি জমি ও ঘিওর-পেচারকান্দা ৩০ মিটার পাকা রাস্তা নদীতে বিলীন হয়েছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ।

শনিবার (২২ অক্টোবর) সকালে সরেজমিন দেখা গেছে, ঘিওরের মাইলাগী ও বালিয়াখোড়া ইউনিয়নের পেচারকান্দা, চর কোসন্ডা, বৈলটসহ ৫টি গ্রামের ভাঙনের মাত্রা বেশি। ভাঙনে বন্ধ হয়ে গেছে ঘিওর-পেচারকান্দর পাকা রাস্তা। হুমকির মুখে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, কবরস্থান, ব্রিজ, রাস্তাঘাটসহ ফসলি জমি ও বসতভিটা।


ভাঙনের আশঙ্কায় চরম আতঙ্কে রয়েছেন নদীপাড়ের মানুষ। ইতোমধ্যে অনেকে সহায়সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছেন।

কোসন্ডা গ্রামেের মো. হালিম জানান, তার ৫ বিঘা জমি নদীতে বিলীন হয়ে গেছে। বাবা-মা কবরও চলে যাচ্ছে। নদীর কাছে নিজে অসহায় বলে জানান তিনি।

একই এলাকার নাছিমা জানান, গবাদিপশু নিয়ে বিপাকে রয়েছেন তিনি। তার বাড়িতে সকালের রান্নাও হয়নি।
এদিকে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধির।

স্থানীয়  ইউপি সদস্য রতন মিয়া জানান, স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। কিন্তু ভাঙন রোধে তারা কোনো পদক্ষেপ নেয়নি।

তিনি আরও জানান, মানিকগঞ্জের ঘিওরের বালিয়াখোড়া ইউনিয়নে গত ৩দিনের ভাঙনে ৫টি বসতভিড়া ও ৫০ হেক্টর ফসলি জমিসহ ঘিওর-পেচারকান্দা ৩০ মিটার পাকা রাস্তা নদীতে বিলীন হয়েছে। এ অবস্থা চলতে থাকলে কিছুই অবশিষ্ট থাকবে না। ভাঙন রক্ষায় জরুরি ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি