কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বিশ্বের কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন হয় না, বাংলাদেশেও আর হবে না।
শনিবার (৭ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের মধুপুরে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী সময়মতো নির্বাচন হবে। সংবিধানে স্পষ্ট করে লেখা আছে, যখন যে সরকার থাকবে সেই সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি বা কেউ নির্বাচনে না এলে তাতে কিছু যায়-আসে না।’
নির্বাচন ইস্যুতে বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি ১৪ বছর আন্দোলন করেও সফল হতে পারেনি, ভবিষ্যতেও সফল হতে পারবে না। আগের মতো বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে তা কঠোর হাতে দমন করা হবে।’
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ নূর রহমানের সভাপতিত্ব সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু প্রমুখ।
এ জাতীয় আরো খবর..