ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা থেকে কালিহাতী উপজেলার ভাবলা পর্যন্ত ১০ কিলোমিটার মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোররাত থেকে এ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, ঘন কুয়াশায় সেতুর ওপর দুর্ঘটনা এড়াতে বুধবার রাত ১২টা থেকে রাত ২টা পর্যন্ত পূর্ব ও পশ্চিম টোলপ্লাজায় বুথগুলো বন্ধ রাখা হয়। পরে মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি ও যানজট সৃষ্টি হওয়ায় উভয় পাড়ে ১৪টি টোলবুথের মধ্যে সেতুপূর্ব পাড়ে দুটি ও পশ্চিমের দুটি টোলবুথ খোলা রাখা হয়। তারপরও যানজট তীব্র আকার ধারণ করে।
মহাসড়কে যানজটের কবলে পড়ে বেশি বিপাকে পড়েছেন কাঁচামাল বহনকারী ট্রাকচালকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কমতে শুরু করলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
চালকরা জানান, কুয়াশা বেশি হলেই সেতুতে টোল আদায় বন্ধ রাখা হয়। দীর্ঘ সময় গাড়ি বন্ধ থাকায় চালকরাও ঘুমিয়ে পড়েন। অনেকেই এলোমেলোভাবে গাড়ি রেখে সড়ক আটকে রাখেন। এছাড়া সকালের দিকে মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায়। ফলে যানজটের সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, কয়েকদিন ধরেই ঘন কুয়াশার কারণে রাতের বেলায় সেতুতে টোল আদায় বন্ধ থাকায় সকালের দিকে মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে।
তিনি বলেন, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোর থেকে বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা থেকে কালিহাতী উপজেলার ভাবলা মহাসড়ক পর্যন্ত পরিবহনের দীর্ঘ সারি রয়েছে। তবে মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
এ জাতীয় আরো খবর..