1. rashidarita21@gmail.com : bastobchitro :
টানা ৫ দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ভিড় | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ন

টানা ৫ দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ভিড়

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ৫ অক্টোবর, ২০২২

ঈদে মিলাদুন্নবী, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান দুর্গোৎসব এবং সাপ্তাহিক ছুটিসহ মোট পাঁচ দিনের ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভিড় জমিয়েছেন হাজারও পর্যটক।মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেল থেকেই সৈকতে পর্যটকের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। পর্যটকদের এমন সরব উপস্থিতিতে কুয়াকাটার অধিকাংশ হোটেল-মোটেল ফুল বুকিং রয়েছে।

এ ছাড়া বিভিন্ন পর্যটন স্পটে বেড়েছে পর্যটকদের বাড়তি চাপ। আগত পর্যটকরা কেউ সমুদ্রের ঢেউয়ের সঙ্গে দুলছেন আবার কেউ সমুদ্রের বালিয়াড়িতে নেচে-গেয়ে সময় কাটাচ্ছেন। শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ সমুদ্রসৈকতে আনন্দ-উল্লাসে মেতেছেন। অনেকে আবার বেঞ্চে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। এদিকে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় পর্যটন স্পটগুলোতে মোতায়েন রয়েছে পুলিশ।

কুয়াকাটা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি রোমান ইমতিয়াজ তুষার জানান, এ মুহূর্তে সব হোটেলেই পর্যটকে ভরপুর। আবার অনেক হোটেলে ৮০ থেকে ৯০ শতাংশ রুম বুকিং রয়েছে।তিনি আরও বলেন, পদ্মা সেতু চালুর পর থেকেই প্রতিনিয়ত পর্যটকের চাপ থাকে এ সৈকতে। আর এখন টানা পাঁচ দিন সরকারি ছুটিতে অনেকেই ঘুরতে আসছেন এখানে।

এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার আবুল খায়ের বলেন, ‘যেহেতু পর্যটকের চাপ বেশি, তাই আমরা পর্যটন স্পষ্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রেখেছি। এ ছাড়াও সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি রয়েছে। পর্যটকদের নিরাপত্তায় সব পদক্ষেপ নেয়া হয়েছে। যাতে পর্যটকরা নির্বিঘ্নে ভ্রমণ করতে পারেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি