1. rashidarita21@gmail.com : bastobchitro :
চেয়ারে বসা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭ | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন

চেয়ারে বসা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

ফেনীর দাগনভূঞায় ক্লাব উদ্বোধনের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার (১৯ অক্টোবর) রাতে দাগনভূঞা বাজারের জিরো পয়েন্ট এলাকায় প্রভাব বিস্তার কেন্দ্র করে এ সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দাগনভুঞা বাজারের আওয়ামী লীগ নেতা মরহুম আবদুল মিলনের নামে রাত আড়ে ৮টার দিকে একটি ক্লাব উদ্বোধনের অনুষ্ঠান চলছিল। এ সময় সেখানে চেয়ারে বসা নিয়ে পূর্ববিরোধের জের ধরে আসিফ গ্রুপের সঙ্গে রাশেদ গ্রুপের হাতাহাতি থেকে সংঘর্ষ বেধে যায়। পরে দুপক্ষের পাঁচ শতাধিক নেতাকর্মীর মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন। আহতরা দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ টহল অব্যাহত রয়েছে।

দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফের সঙ্গে দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল কলেজের ছাত্রলীগের সাবেক ভিপি রাশেদের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

তিনি আরও বলেন, উভয়পক্ষের ৭ জন আহত হওয়ার পাল্টাপাল্টি অভিযোগ পেলেও তাদের পরিচয় জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি