1. rashidarita21@gmail.com : bastobchitro :
চিহ্নিত দুই চোরাকারবারি গ্রেফতার | Bastob Chitro24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন

চিহ্নিত দুই চোরাকারবারি গ্রেফতার

ঢাকা অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩

চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় ১০ ব্যারেল অকটেন চুরির মামলায় অভিযুক্ত ফজল প্রধানিয়া ও জাহাঙ্গীর আলম গাজী (মরু হাজী) নামে দুই চিহ্নিত চোরাকারবারিকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে চাঁদপুর নৌ থানা পুলিশ।

চোরকারবারি ফজল প্রধানিয়া পুরানবাজার মোম ফ্যাক্টরি এলাকার মিনহাজ উদ্দিন প্রধানিয়ার ছেলে এবং জাহাঙ্গীর আলম শহরের নতুনবাজার স্ট্যান্ড রোড এলাকার কেরামত আলী গাজীর ছেলে।

চাঁদপুর নৌ থানা পুলিশ জানায়, গত ২০২২ সালের ৩০ এপ্রিল পুরানবাজার পূর্ব শ্রীরামীদ ব্যবসায়ী আলী খাঁর গোডাউন থেকে ১০ ব্যারেল চোরাই অকটেন জব্দ করে চাঁদপুর মডেল থানা পুলিশ। সে মামলায় আসামি হলেন ফজল ও জাহাঙ্গীর।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, গ্রেফতারকৃত দুইজন মতলব উত্তরের মেঘনা নদীতে জাহাজ থেকে চার কোটি টাকা মূল্যের ৪ হাজার ৩৮৫ বস্তা চিনি চুরির মামলায় আসামি। কিন্তু আসামিরা পুলিশকে জানান, তারা উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের জামিনে আছেন। এরপর তাদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় অকটেন চুরির মামলায় গ্রেফতার দেখানো হয়।

এদিকে, মতলব উত্তরের মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা দেওয়ান মেহেদী টু লাইটারেজ নামে জাহাজের চিনি চুরির ঘটনায় এজহারভুক্ত আসামি। কিন্তু তারা জামিনে আছেন। ওই চুরির ঘটনায় এই পর্যন্ত মাদারীপুর ও ফরিদপুর জেলায় অভিযান চালিয়ে চোরাইকৃত চিনির মধ্যে ২৬ বস্তা চিনি উদ্ধার ও নগদ দুই লাখ টাকা জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি