চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
তিনি বলেন, এখন সময় এসেছে আমাদের নিজেদেরকে পরিবর্তন করার। চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধ করতে হবে। মানুষকে অত্যাচার নিপীড়ন করা যাবে না। কোথায়ও অন্যায় অবিচার দেখলে তার প্রতিবাদ করতে হবে।
বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে বাগেরহাট শহরের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বাগেরহাট জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
‘প্রকাশ্যে কথা দিচ্ছি যুবলীগের পদ পদবী পেতে হলে কোনো আর্থিক উপঢৌকন দিতে হবে না, আর্থিক সহায়তাও লাগবে না। সুতরাং আপনারা এই পবিত্র পদ পদবি চাঁদাবাজি টেন্ডারবাজি অথবা অবৈধ উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন না।’
ফজলে শামস পরশ আরও বলেন, নিজের কথা ভাবার আগে দলের কথা ভাবতে হবে। মনে রাখতে হবে ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। বঙ্গবন্ধুর আদর্শই হচ্ছে দেশপ্রেম ও স্বচ্ছতার রাজনীতি। বঙ্গবন্ধুর আদর্শকে আঁকড়ে ধরে যুবলীগের নেতাকর্মীদের আগামী দিনের জন্য এগিয়ে যাওয়ার আহ্বান জানান সংগঠনের এই শীর্ষ নেতা।
এর আগে দুপুর ৩টার দিকে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বাগেরহাটে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়।
এদিকে সম্মেলনে যোগ দিতে সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে যুবলীগের নেতা-কর্মীরা স্টেডিয়ামে আসতে থাকেন। সম্মেলন শুরুর আগেই নেতা-কর্মীদের ভিড়ে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে করা প্যান্ডেল কানায় কানায় ভরে যায়। বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই সম্মেলনে অংশ নেন। নানা আয়োজনে সন্ধ্যা ৭টায় যুবলীগের এই মিলনমেলার সমাপ্তি ঘটে।
বাগেরহাট জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
সম্মেলনের আরও বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুঁইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বিসিবির পরিচালক শেখ সোহেল প্রমুখ।