চাঁদপুরের মতলব উত্তরে অস্ত্রসহ ১৩ ডাকাতকে গ্রেফতার করেছে নৌপুলিশ। এ সময় ডাকাত দলের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ে ডাকাত দলের একজন আহত হয়।
শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার একলাসপুর এলাকার মেঘনা নদী থেকে তাদের গ্রেফতার করা হয়। একই সঙ্গে ডাকাত দলের কাছ থেকে দুটি কাটা রাইফেল, বেশকিছু গুলি ও রামদা উদ্ধার করে পুলিশ। এসব অস্ত্রর সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত একটি স্পিডবোটও জব্দ করা হয়েছে।
নৌপুলিশের মোহনপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, এই ১৩ ডাকাত শনিবার বিকেলে মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকার একটি খালে ডাকাতি করে পালিয়ে যাচ্ছিল। এ সময় ঘটনাটি পুলিশকে জানানো হয়। পরে নৌ পুলিশের কয়েকটি দল বিভক্ত হয়ে মেঘনা নদীতে অভিযান শুরু করে।
একপর্যায়ে ডাকাত দল স্পিডবোট নিয়ে একলাসপুর এলাকায় এসে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের গুলি বিনিময় হয়। পরে সাঁড়াশি অভিযানের ফলে তখনই নৌ পুলিশের জালে ধরা পড়ে ডাকাত দল।
এ অভিযানে অংশ নেয়া পুলিশের উপপরিদর্শক বাবুল বালার গুলিতে এক ডাকাত আহত হয়। তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি দাবি করেন, ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
শনিবার রাত ৮ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ডাকাত দলের নাম পরিচয় জানা যায়নি। তবে পুলিশ বলছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ জাতীয় আরো খবর..