দুদিনের ব্যক্তিগত সফর শেষে গোপালগঞ্জ থেকে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি রওনা হন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি দলের পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর তিনি টুঙ্গিপাড়ায় উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জের ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ১টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি নিয়ে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিসে মতবিনিময় ও সবশেষে ২২তম জাতীয় সম্মেলনে গঠিত উপদেষ্টা পরিষদ নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৮টায় সড়কপথে তিনি ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় যান। এরপর বেলা ১১টায় বঙ্গবন্ধুর সমাধিতে তিনি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো শেষে বিকেলে খুলনার রূপসা সেতু পার হয়ে আড়ংঘাটা বাইপাস ধরে দিঘলিয়া ঘাটে পৌঁছান। ঘাট পার হয়ে দিঘলিয়ার নগরঘাট এলাকায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের নামে কেনা পাটের গোডাউন পরিদর্শন করেন।
প্রসঙ্গত, ২২তম সম্মেলনে দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর এই প্রথম তিনি তার নিজ গ্রাম গোপালগঞ্জে যান।