কুষ্টিয়া জেলায় কর্মরত আগ্রহী সাংবাদিকদের নিয়ে ঔক্যবদ্ধ প্লাটফরম গঠনের প্রস্তাবনার মধ্য দিয়ে সম্পন্ন হলো কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা । ১০ই ফেব্রুয়ারী কুষ্টিয়া জেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারন সভায় সভাপতিত্ব করেন দৈনিক আমাদের সময়ের ষ্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি শামসুল আলম স্বপন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলওয়াত করেন দৈনিক বর্তমান কথার কুষ্টিয়া প্রতিনিধি, কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক রবিউল হক খান। স্বাগত বক্তব্যে শামসুল আলম স্বপন বলেন, এক সময় কুষ্টিয়া ছিল সাংবাদিকদের জন্য একটি উর্বর ক্ষেত্র । কিন্তু দালালী ও নতজানু ভুমিকার কারণে আজ সাংবাদিকদের প্রতি মানুষের আস্থা হারিয়েছে। সাংবাদিকদের অনৈক্যের কারণে প্রশাসন ও প্রভাবশালী মহল সাংবাদিকদের অবমূল্যায়ন করছে । যা সাংবাদিক সমাজের জন্য অত্যন্ত দু:খজনক।
তিনি আরো বলেন, সাংবাদিকরা যে সংগঠনের সাথেই থাকুক না কেন সাংবাদিকদের যে কোন সমস্যায় কুষ্টিয়া জেলা প্রেসক্লাব বিপদগ্রস্থ সাংবাদিকদের পাশে থাকবে বন্ধুর মত। সার্বজনিন প্রয়াসের মাধ্যমে কুষ্টিয়ায় গড়ে তোলা হবে সাংবাদিকদের ঔক্যবদ্ধ প্লাটফরম। কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক রবিউল হক খান বলেন, কুষ্টিয়াবাসী দীর্ঘদিন একটি দালাল মুক্ত প্রেসক্লাব আশা করে আসছিল । কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সদস্যরা বিভিন্ন সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে প্রমাণ করেছে জেলা প্রেসক্লাব দালালী করতে অভ্যস্ত নয়। কে কোন সংগঠনের সাথে আছে এঁটা দেখার বিষয় নয়, আমরা বিপদগ্রস্থ সাংবাদিক ও অসহায় সমানুষের পাশে থাকবো ইনশাল্লাহ।
কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, – দৈনিক সোনালী খবরের কুষ্টিয়া প্রতিনিধি অকুতোভয় সাংবাদিক শেখ নাজমুল হোসেন কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের গঠনতন্ত্র পাঠ করে শোনান। তিনি বলেন কুষ্টিয়া জেলা প্রেসক্লাব কুষ্টিয়া জেলার সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী সংগঠন । এই সংগঠনকে আরো সংগঠিত করার জন্য আমরা কাজ করছি। যে কোন সাংবাদিকের দুর্দিনে এই সংগঠন পাশে দাঁড়াবে ইনশাল্লাহ।
কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি- দৈনিক আমাদের সময়ের ইবি থানা প্রতিনিধি রাজ্জাক মাহমুদ রাজ বলেন সাংবাদিকতা পেশা এখন অত্যন্ত ঝুকিপূর্ণ । তাই সকল সাংবাদিককে ঔক্যবদ্ধ থাকা এখন জরুরী হয়ে পড়েছে।
সভায় কুষ্টিয়া জেলা প্রেসক্লাবকে আরো শক্তিশালী করা আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক ফারজানা ইসলাম, সাংবাদিক জয়নাল আবেদীন, সাংবাদিক লিটন উজ্জামান, সাংবাদিক মঞ্জুরুল ইসলাম , সাংবাদিক সৌরভ শাহরিয়ার, সাংবাদিক জিয়াউল হক, সাংবাদিক রুস্তম আলী, সাংবাদিক রাকিবুল ইসলাম, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক মিনারুল ইসলাম, সাংবাদিক আব্দুল্লাহ নাফিস, সাংবাদিক ফারুখ মালিথা প্রমুখ ।
সভায় কুষ্টিয়া জেলায় মরহুম সাংবাদিকদের আত্মার মাগফেরাত ও অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।
এ জাতীয় আরো খবর..