1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুষ্টিয়ায় উপনির্বাচনে নৌকার জয়জয়কার | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় উপনির্বাচনে নৌকার জয়জয়কার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাবুল আখতার নির্বাচিত হয়েছেন। এছাড়া কুষ্টিয়া সদর ও মিরপুর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচনে তিনটিতে নৌকার প্রার্থীরা জয়লাভ করেছেন । অপর একটি ইউনিয়নে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। বুধবার (২ নভেম্বর) রাতে নির্বাচন কর্মকর্তারা বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
২৬ হাজার ৫৯৬ ভোট পেয়ে খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাবুল আখতার (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোতাহার হোসেন খোকন ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৯১৮ ভোট।
কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহজাহান আলী। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাজাহান আলী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন দুই হাজার ৩২০ ভোট। এবং একই উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আনিসুর রহমান। তিনি চশমা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী একরামুল হক পেয়েছেন ৫ হাজার ১৪ ভোট।
মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাহাবুর রহমান মামুন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাহাবুবুর রহমান আনারস প্রতীকে পেয়েছেন তিন হাজার ৭৭১ ভোট। এবং একই উপজেলার চিথলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হয়েছেন এনামুল হক বাবলু (নৌকা)। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন পিস্তুল মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন তিন হাজার ৩৭৯ ভোট।
কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে খোকসা উপজেলা পরিষদ, মিরপুর এবং কুষ্টিয়া সদর উপজেলায় মোট চারটি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব ইউনিয়নে সীমানা জটিলতা ও পুনর্গঠনজনিত কারণে ভোট স্থগিত ছিল।
ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি