কুষ্টিয়ার দৌলতপুরে অপহরণ মামলায় ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার
কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের হাতে অপহরণ মামলার আসামি এক ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলো- রনি হোসেন। তার বাবার নাম রহমত আলী।মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জাবীদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অপহরণ মামলার আসামি রনিকে গ্রেফতার করা হয়।অপহরণের শিকার একজন বলেন, ব্যবসার টাকা কালেকশনের জন্য দৌলতপুর উপজেলার ঝাউদিয়া গ্রামে যাচ্ছিলাম। হরিণগাছি গ্রামের তাহের মোড়ে পৌছালে আসামিরা আমার মোটরবাইক থামানোর জন্য সংকেত দেয়। আমি মোটরবাইক থামালে আসামি রনি ডিবি পরিচয় দিয়ে পুলিশের আইডি কার্ড দেখিয়ে এবং ৫/৬ জন ব্যক্তি এসে আমাদের অপহরণ করে নিয়ে যায়।এলাকাবাসীর তথ্য সূত্রে জানা গেছে, রনি পুলিশের চাকরি পেয়ে ট্রেনিং থেকে পালিয়ে আসে। তারপর থেকে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। রনি ও টুটুলের নেতৃত্বে হরিণগাছি ও ঝাউদিয়া গ্রামে ৫/৬ জনের একটা সিন্ডিকেট গড়ে উঠেছে। তারা বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে ডিবি, র্যাব পরিচয় দিয়ে অপহরণ করে। পরে নারীদের সাথে উলঙ্গ ছবি ও ভিডিও ধারন করে মুক্তিপণ আদায় করে।উল্লেখ্য রনিকে কিছুদিন আগে র্যাব-১২ (কুষ্টিয়া ক্যাম্প) পুলিশের পোশাকসহ গ্রেফতার করে। তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা ও সাধারণ ডায়েরি রয়েছে বলে জানা গিয়েছে।