1. rashidarita21@gmail.com : bastobchitro :
কিশোরগঞ্জে সড়ক অবরোধ করে বিএন‌পির বিক্ষোভ | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন

কিশোরগঞ্জে সড়ক অবরোধ করে বিএন‌পির বিক্ষোভ

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

কি‌শোরগঞ্জে দলীয় নেতাক‌র্মীদের ওপর হামলা, মিথ‌্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জেলা বিএন‌পি। বৃহস্প‌তিবার (১০ ন‌ভেম্বর) সকালে শহ‌র স্টেশন রোড এলাকায় জেলা বিএন‌পির কার্যাল‌য়ের সামনে এ কর্মসূ‌চি পালন করে বিএন‌পি।

প্রায় আধা ঘণ্টা ধরে চলা বিক্ষো‌ভে রাস্তার দুপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পু‌লিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে দুপুর ১২টার দিকে অবরোধ স‌রিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভা‌বিক হয়।


এর আগে দলীয় কার্যালয়ে সংবাদ স‌ম্মেল‌ন করে জেলা বিএন‌পি।

এ সময় বিএন‌পি নেতারা অভিযোগ করেন, গত সোমবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহ‌তি দিবসে তাদের শা‌ন্তিপূর্ণ সমাবেশে পু‌লিশ বেধড়ক লা‌ঠিপেটা করে এবং গু‌লি চালায়। এতে দলের অন্তত ২০ নেতাকর্মী আহত হন। এ ঘটনায় পুলিশ উল্টো দলীয় নেতাক‌র্মী‌দের নামে মিথ‌্যা মামলা‌ করে। পু‌লি‌শের ভয়ে কেউ বা‌ড়ি‌তে ঘুমাতে পারছেন না।

এ সময়  বিএন‌পির কে‌ন্দ্রীয় নেতা, ময়মনসিংহ বিভাগের দা‌য়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি শরীফুল আলমসহ বিএন‌পির অঙ্গসংগঠ‌নের নেতারা উপ‌স্থিত ছি‌লেন।
গত সোমবার  জাতীয় বিপ্লব ও সংহ‌তি দিবসের অনুষ্ঠান ঘিরে পু‌লিশের সঙ্গে বিএন‌পি ও যুবদলের নেতাক‌র্মীদের সংঘর্ষ হয়। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খসরুজ্জামান শরীফসহ উভয় প‌ক্ষের অন্তত ২০ জন আহত হন।

এ ঘটনায় ওইদিন রা‌তে পু‌লিশ বাদী হয়ে ১৯ জনের না‌ম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭০ জনের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় এক‌টি মামলা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি