কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জেলহত্যা দিবসে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে পাকুন্দিয়া বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জেলহত্যা দিবস উপলক্ষে সকাল পৌনে ১০টার দিকে পাকুন্দিয়া বাজারে আওয়ামী লীগ অফিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিতে যান নতুন কমিটির সভাপতি নাজমুল আলমের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পদবঞ্চিতরা তাদের ধাওয়া করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পদবঞ্চিতদের সঙ্গে যোগ দেয় স্থানীয় এমপি-সমর্থিত আওয়ামী লীগ ও যুবলীগ। পাল্টাপাল্টি ধাওয়ায় দুই পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
এ বিষয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..