1. rashidarita21@gmail.com : bastobchitro :
ইবিতে ছাত্রী নির্যাতনের ঘটনায় কাজ শুরু করেছে তদন্ত কমিটি | Bastob Chitro24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন

ইবিতে ছাত্রী নির্যাতনের ঘটনায় কাজ শুরু করেছে তদন্ত কমিটি

কুষ্টিয়া অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে নির্যাতনের শিকার ছাত্রী ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শুনেছে তদন্ত কমিটি। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শেখ হাসিনা হলের প্রভোস্ট অফিসে যান কমিটির প্রধান অধ্যাপক ড. আহসানুল হক ও আরও দুই সদস্য।

এসময় ভুক্তভোগীকে সব ধরনের নিরাপত্তা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. শাদত হোসেন আজাদ। তিনি জানান, দিনভর সিসিটিভির ফুটেজ বিশ্লেষণের পাশাপাশি ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীর বক্তব্য শোনেছে তদন্ত কমিটি। এ ঘটনায় তথ্য-প্রমাণ চেয়ে উন্মুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি।

তদন্ত কমিটির আহ্বায়ক প্রধান অধ্যাপক ড. রেবা মণ্ডল বলেন, ‘আমরা এরইমধ্যে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেছি। এ ঘটনায় তথ্য-প্রমাণ চেয়ে উন্মুক্ত বিজ্ঞপ্তি দিয়েছি। যারা তথ্য-প্রমাণ দিয়ে সহযোগিতা করবেন, তাদের পরিচয় গোপন রাখা হবে।
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা আতিয়ার রহমান বলেন, ‘তদন্ত কমিটি কাজ শুরু করায় আমি সন্তুষ্ট। এখন আমি ন্যায়বিচারের জন্য অপেক্ষা করছি।’

গত ১২ ফেব্রুয়ারি রাতে প্রথম বর্ষের এক ছাত্রীকে হলের গণরুম থেকে ডেকে নিয়ে যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা। তাকে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে মারধর করে সানজীদা ও তাবাসসুমসহ তার অনুসারীরা। এ ঘটনা তদন্তে হাইকোর্ট তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি